গাজীপুরের শ্রীপুরে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে ইটের সুরকি দিয়ে আঘাত করায় খলিলুর রহমান (২৬) নামের এক যুবককে আটক করে কোমর পর্যন্ত গর্তে পুঁতে রাখে স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে এলাকাবাসী ও পাশের একটি পোশাক কারখানার শ্রমিকেরা ওই বাড়িতে ভিড় জমান। এ ঘটনায় যুবকের বাবা নুরুদ্দিন ছেলের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন।
যুবককে গর্তে পুঁতে রাখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে আটক করে।
খলিলুর রহমান শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি (মধ্যপাড়া) গ্রামের নুরুদ্দিনের ছেলে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে টেপিরবাড়ি (মধ্যপাড়া) এলাকায় গ্রিন স্মার্ট পোশাক কারখানার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
খলিলের মা খোদেজা বেগম বলেন, কয়েক দিন আগে ঘরভাড়ার আড়াই হাজার টাকা তুলে আমার কাছে জমা দিয়েছিল। শনিবার সকালে ওই টাকা ফেরত চাইলে আমি দিইনি। আমি তাকে বলেছি বিদ্যুৎ বিল, বাজার খরচ ও আমার ওষুধ কিনতে হবে। পরে আবার টাকা চাইলে তর্কের একপর্যায়ে সে ইটের সুরকি ছুড়ে মারে, যা আমার পায়ের টাকনুর কাছে লেগে আঘাত করে। তার মাথায় সমস্যা রয়েছে। সে মাঝে মাঝে নেশা করে এবং টাকা না দিলে আমাকে মারধর করে। এর আগেও টানা দুই দিন আমাকে মারধর করেছে।
তিনি আরও বলেন, ছেলেটি ছোটবেলা থেকেই অসুস্থ। ক্লাস ফাইভে পড়ার সময় তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল ও পিজি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছিল। চিকিৎসক পুনরায় দেখানোর পরামর্শ দিলেও তা করা হয়নি। এখন তার মানসিক সমস্যা আরও বেড়েছে বলে মনে হয়। আমাকে মারধরের খবর শুনে এলাকাবাসী এলে আমি তাদের বলেছি তাকে বেঁধে বিচার করতে।
খলিলের ভাবি রেহেনা আক্তার বলেন, সকালে ফোন পেয়ে জানতে পারি খলিল তার মাকে মারছে। ঘটনাস্থলে গিয়ে দেখি সত্যিই মারধর করছে। পরে পাড়া-প্রতিবেশী ও মুরুব্বিরা তাকে ধরে গর্তে বুক পর্যন্ত মাটি চাপা দেয়। পরে সে নিজে উঠে গেলে আবার ধরে বেঁধে রাখা হয়। তার মাকে টাকার জন্য আগের দুই দিনও মারধর করেছে।
খলিলের বাবা নুরুদ্দিন বলেন, ছেলে তার মায়ের কাছে টাকা চেয়েছিল। টাকা না দেওয়ায় সে মারধর করে। পরে মামাতো ভাইসহ লোকজন এসে তাকে মারধর করে এবং খুঁটিতে বেঁধে রাখে। পরে গ্রিন স্মার্ট পোশাক কারখানার পাশে একটি গর্তে তাকে পুঁতে রাখা হয়। তবে গর্তে পুঁতে রাখার বিষয়ে আমি বিস্তারিত বলতে পারব না।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ আবুল বাশার বলেন, মাকে মারধরের ঘটনায় বাবা নুরুদ্দিন বাদী হয়ে ছেলে খলিলুর রহমানকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

