এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে তিনি প্রচলিত বিপুল অর্থব্যয়ী নির্বাচনী প্রচারণার পরিবর্তে স্বেচ্ছাসেবকভিত্তিক টিম গড়ে মাঠে নামবেন। শনিবার (৬ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই পরিকল্পনার কথা তুলে ধরেন।
তাসনিম জারা লিখেছেন, দেশে নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমা আইন অনুযায়ী ২৫ লাখ টাকা হলেও বাস্তবে অধিকাংশ প্রার্থীই তা অমান্য করেন। “শোনা যায়, কেউ ২০ কোটি, কেউ ৫০ কোটি, আবার কেউ শত কোটি টাকার প্রচারণা চালান, অথচ নির্বাচনী হিসাব দিতে গিয়ে জানান মাত্র ২৫ লাখ ব্যয় হয়েছে। অর্থাৎ সংসদে যাওয়ার যাত্রাটা শুরু হয় আইন লঙ্ঘন ও অসত্য দিয়ে—আমি সেই পথে হাঁটতে চাই না,”—বলেন তিনি।
তিনি জানান, ঢাকা-৯ আসনে এনসিপির মনোনয়ন চেয়ে আবেদন করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন—আইনে অনুমোদিত সীমার বাইরে তিনি এক টাকাও ব্যয় করবেন না।
অতিরিক্ত অর্থ ছাড়া নির্বাচন পরিচালনা প্রসঙ্গে তাসনিম জারা বলেন, অনেকেই তাকে বলেছেন, অল্প বাজেটে নির্বাচনী প্রচার চালানো সম্ভব নয়। “আমি তাদের বলেছি—আমরা করে দেখাবো। কত টাকা পেলাম, কোথায় খরচ হলো—সবই আগেভাগে প্রকাশ করব। স্বচ্ছতা ধরে রেখে আমরা প্রমাণ করতে চাই, অর্থ-ক্ষমতার বাইরে থেকেও নির্বাচনে অংশ নেওয়া সম্ভব।”
তিনি আরও জানান, প্রচারণার মূল শক্তি হবে স্বেচ্ছাসেবক দল। “যে কাজগুলো অন্য প্রার্থীরা টাকা দিয়ে করান, সেগুলো আমরা করব মানুষের সময়, শ্রম ও অংশগ্রহণ দিয়ে। এজন্য স্বেচ্ছাসেবকদের যুক্ত করতে একটি অনলাইন ফরম চালু করা হয়েছে।”
ঢাকা-৯ অথবা অন্য যেকোনো জায়গা থেকে কিংবা প্রবাস থেকেও এই প্রচারণায় অংশ নেওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি। গ্রাফিক ডিজাইন, ভিডিও নির্মাণ, উঠান বৈঠক আয়োজন, তহবিল সংগ্রহ কিংবা ঘরে ঘরে গিয়ে প্রচার—বিভিন্নভাবে অবদান রাখার সুযোগ থাকবে বলেও জানান এনসিপির এই নেত্রী।
পোস্টে তিনি লিখেছেন, “এবারের নির্বাচন হোক জনগণের নিজস্ব নির্বাচন। সবাইকে যুক্ত করে, প্রশিক্ষণ দিয়ে ধাপে ধাপে একটি টিম গড়ে তুলব। সততা নিয়েই রাজনীতি করা যায়—এটা আমরা দেখাতে চাই।”
তাসনিম জারা তাঁর পোস্টে স্বেচ্ছাসেবক যোগদানের ফরমের লিংকও শেয়ার করেছেন: https://forms.gle/V4rLVK7fHAwNL2AY6
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

