জামালপুরের ইসলামপুরে ছাত্র–যুব ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ইসলামপুর কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশের আয়োজন করে ইসলামপুর জামায়াতে ইসলামী যুব বিভাগ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও জামায়াত–মনোনীত জামালপুর–২ (ইসলামপুর) আসনের প্রার্থী ড. মাওলানা ছামিউল হক ফারুকী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)–এর জিএস সাঈদ বিন হাবিব।
ইসলামপুর উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন—জামায়াতে ইসলামীর জামালপুর জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদ, কর্মপরিষদ সদস্য আশেক মাহমুদ শান্ত, বায়তুলমাল সম্পাদক অ্যাডভোকেট ছামিউল হক, ইসলামপুর নির্বাচনী আসন পরিচালক মাওলানা আমজাদ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু মুছা, সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মনির হোসেন এবং ইসলামী ছাত্রশিবির ইসলামপুর উপজেলা সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা দেশের চলমান পরিস্থিতি, শিক্ষার্থী ও যুবকদের দায়িত্ব, এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

