AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীর ২৩ লাখ টাকার পামওয়েল আত্মসাতের অভিযোগ


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৩:৫৫ পিএম, ৬ ডিসেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীর ২৩ লাখ টাকার পামওয়েল আত্মসাতের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে এক ব্যবসায়ীর ২৩ লাখ ২১ হাজার ২৫০ টাকা মূল্যের ১৩ হাজার ৯৫০ কেজি (৭৫ ড্রাম) পাম ওয়েল তেল আটকের পর আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানার বিরুদ্ধে।

শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আদর্শ গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. সাদিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২১ নভেম্বর বিকেলে তার প্রতিষ্ঠানের মালামালবাহী ট্রাক থেকে ২৩ লাখ ২১ হাজার ২৫০ টাকা মূল্যমানের ১৩ হাজার ৯৫০ কেজি পাম ওয়েল তেল কোনও কারণ ব্যতীত আটক করে রায়গঞ্জ থানা পুলিশ। বিষয়টি জানতে পেরে পরদিন তিনি থানায় গিয়ে ট্রাকটি দেখতে পান। এ সময় ওসি মাসুদ রানা তাকে জানান, প্রমাণ উপস্থাপন করতে পারলে তেলসহ ট্রাক ফেরত দেওয়া হবে।

পরবর্তীতে ওসি মাসুদ রানা ও এসআই ফিরোজের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, আদালতের মাধ্যমে জিম্মায় ট্রাক ও তেল নিতে হবে। তবে গত ২৫ নভেম্বর সিরাজগঞ্জ আদালত প্রাঙ্গণে গিয়ে তিনি জানতে পারেন—শুধু ট্রাকটি আদালতে জমা দেওয়া হয়েছে, কিন্তু তেলের কোনো জব্দ তালিকা নেই।

এ ঘটনায় তিনি রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানা ও এসআই ফিরোজের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলন থেকে তিনি দ্রুত তদন্ত করে তেল ফেরতের দাবি জানান।

সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলামসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “ট্রাকটি ছিনতাই হওয়ার পর উদ্ধার করা হয়েছে, তখন ট্রাকে কোনো তেল ছিল না।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!