পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন এবং স্থানীয় উন্নয়ন, সামাজিক সমস্যা ও নাগরিক অধিকার বিষয়ে আলোচনায় অংশ নেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

