জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে বালিজুড়ী শাহ মাহমুদ ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে দোয়া মাহফিল ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক ও জামালপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন—তুহিনা আক্তার শিউলি (সহধর্মিণী, মোস্তাফিজুর রহমান বাবুল),পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রকিবুল ইসলাম লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,
সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার বেগম প্রমুখ।
সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ মহিলা দলের প্রায় পাঁচ হাজার নেত্রী-কর্মী উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মোতালেব সেলিম।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

