বাগেরহাটের শরনখোলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও এতিমখানায় এতিমদের নিজ হাতে খাবার খাওয়ালেন বাগেরহাট-৪ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে শরনখোলা উপজেলার মরহুম ছোট হুজুরের মাদ্রাসায় জুম্মার নামাজের পরে ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজন করেন জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
এ সময় তিনি মাদ্রাসায় অবস্থানরত সকল এতিম শিশুদের কাছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ভিক্ষা করেন এবং দোয়া শেষে নিজ হাতে শিশুদের খাবার পরিবেশন করেন। এর আগে গতকাল তিনি একটি ছাগল সদকা ও গরুর গোশত বিতরণ করেছেন।
শরনখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েতসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

