দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে তারেক জিয়ার ব্যক্তিগত আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ব্যারিস্টার একেএম কামরুজ্জামানকে মনোনয়ন প্রদানের সিদ্ধান্তকে কেন্দ্র করে পার্বতীপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ প্রতিবাদ সমাবেশ করেছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ঢাকা মোড় রেলগেট চত্ত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এজেডএম রেজওয়ানুল হকসহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
সমাবেশে নেতারা দাবি করেন, একেএম কামরুজ্জামানের মনোনয়ন পরিবর্তন করে অবিলম্বে এজেডএম রেজওয়ানুল হককে মনোনয়ন প্রদান করতে হবে। দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়। একই সঙ্গে আগামী শনিবার আবারো উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়।
এজেডএম রেজওয়ানুল হক বলেন, “দিনাজপুর-৫ আসন থেকে আমি ৫বার নির্বাচন করেছি। প্রতিটি ওয়ার্ডকে সাজিয়েছি। এই আসনে বিএনপির ঝান্ডা উড়াতে হলে আমাকে মনোনয়ন দিতে হবে। অন্যথায় বিএনপি নড়বড়ে হয়ে যাবে।”
যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন বলেন, “দীর্ঘ ৩২ বছর ধরে এই আসনের বিএনপিকে আগলে রেখেছেন এজেডএম রেজওয়ানুল হক। তিনি নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন। ৫ আগস্টের পর মাঠে নামেন একেএম কামরুজ্জামান, যাকে দলের নেতাকর্মীরাই চেনেন না। এই আসনে জিততে হলে রেজওয়ানুল হকের বিকল্প নেই।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

