AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে মায়ের শাসনের পর একমাত্র পুত্র সন্তানের রহস্যজনক মৃত্যু


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৮:১৪ পিএম, ২৮ নভেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে মায়ের শাসনের পর একমাত্র পুত্র সন্তানের রহস্যজনক মৃত্যু

শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুরে একমাত্র পুত্র সন্তান আসিফ আলী (শিশু) রহস্যজনকভাবে মৃত্যু বরণ করেছে। পিতার অনুপস্থিতিতে মা একাই ছেলে পালন করতেন। মৃত শিশুর মৃত্যুতে পরিবার ও গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার বিকেলে আসিফ বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। খেলাধুলার সময় পাশের একটি ক্ষেতের নেট ছিঁড়ে যায়। এরপর ক্ষেতের মালিক আসিফের মাকে বকাবকি করলে মা তাকে গালে একটি চড় মেরে বাড়ি পাঠান। পরদিন সকালে মা বাড়িতে ফিরে আসেন এবং ছেলে উঠানে মৃত অবস্থায় পান।

স্থানীয়দের মধ্যে শিশুর মৃত্যুর কারণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশ মনে করছেন এটি জীন-ভ‚তের কারণে ঘটেছে, আবার অন্য অংশ নাকে পলিপসের সমস্যার কারণে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে। কেউ কেউ সামাজিক মাধ্যমে দাবি করেছেন ‘মায়ের হাতে সন্তান খুন’ হয়েছে, যা স্থানীয়রা সত্য নন বলে উল্লেখ করেছেন এবং এই ধরনের উক্তি প্রচারকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, শিশুর শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরই শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!