জামালপুরের মাদারগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনসমূহের আয়োজনে মাদারগঞ্জ বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তার সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য আল-আমিন তালুকদার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস।
বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সহ-সভাপতি মাজেদ মোল্লা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির। অনুষ্ঠান中 উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন চরপাকেরদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম ফারাজী।
উক্ত অনুষ্ঠানে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত সম্পন্ন হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

