মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের জামায়াতে ইসলাম প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব বলেছেন, ক্ষমতায় এলে সকলকে নিয়ে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাবে উপজেলার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
অ্যাডভোকেট আব্দুর রব বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত, একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনই আমাদের লক্ষ্য। ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই মিলে উন্নত ও শান্তিপূর্ণ দেশ গড়তে চাই আমরা। রাজনীতিতে তাদের মূল অবস্থান হলো ঐক্য গড়ে তোলা ও উন্নয়ন অগ্রাধিকার দেওয়া। তিনি কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের অবকাঠামো, পর্যটন ও কৃষি খাতের সম্ভাবনা তুলে ধরে বলেন, দীর্ঘদিন পরিকল্পিতভাবে এগুলো কাজে লাগানো হয়নি।
দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রসঙ্গে তিনি বলেন, দক্ষ ও সৎ নেতৃত্ব ছাড়া দেশ এগোতে পারে না। সংখ্যালঘু ও সংখ্যাগুরু সকলের মিলিত অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী রাখা সম্ভব।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আসহাবুজ্জামান শাওন। এতে কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. মাসুক মিয়া, সেক্রেটারী অ্যাডভোকেট মো: কামরুল ইসলাম, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি মো. মামুনুর রশীদ, উপজেলা ও পৌর জামায়াতের নেতা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

