AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে ধান ক্ষেত ও মাছের জালে আটকা অজগর



শ্রীমঙ্গলে ধান ক্ষেত ও মাছের জালে আটকা অজগর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবাস সংকোচন ও খাবারের তীব্র সংকটের কারণে লাউয়াছড়া উদ্যান ও টিলা-পাহাড় থেকে লোকালয়ে ঢুকে আটকা পড়ছে অজগর সাপ। উপজেলার সদর ইউনিয়ন এলাকায় গত এক সপ্তাহে ছোট-বড় পাঁচটি অজগর লোকালয়ে ঢুকে পড়েছে। এদের মধ্যে বেশিরভাগই আটকা পড়েছে কৃষি জমির ধানক্ষেত ও বাগানের সুরক্ষার জালে।

সর্বশেষ শুক্রবার (২৮ নভেম্বর) পৃথক দুই এলাকা থেকে দুইটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি সদর ইউনিয়নের নওয়াগাঁও এলাকা এবং অপরটি একই ইউনিয়নের হাইল হাওরের ভূবণ বেরি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকার্যের দায়িত্বে ছিলেন বাংলাদেশ বন্যপ্রাণী ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সদস্যরা।

একটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ২৫ কেজি, আরেকটির দৈর্ঘ্য প্রায় ৬ ফুট ও ওজন ৮ কেজি। উদ্ধারকৃত সাপগুলো বন বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, ধানক্ষেতে বা হাওরের জালে অজগরের উপস্থিতি দেখে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পরিবেশবাদী সংগঠন এবং বন বিভাগের সহায়তায় উদ্ধারকৃত অজগরগুলো পরবর্তীতে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

অনুসন্ধানে জানা যায়, এর আগে ২৩ নভেম্বর নওয়াগাঁওয়ের একটি ধানক্ষেত থেকে, এবং ২৪ নভেম্বর ইছবপুর এলাকায় ঝোপঝাড় পরিষ্কারের সময় আরও দুটি বিশাল অজগর উদ্ধার করা হয়েছিল।

পরিবেশবাদী সংগঠনের সদস্যরা বলেন, খাবারের সন্ধানে অজগরগুলো লোকালয়ে আসে। বন ও পাহাড় উজাড়ের কারণে তাদের প্রাকৃতিক আবাস সংকুচিত হচ্ছে। ফলে জনবসতিতে ঢুকে ফসল বা মাছের জালে আটকে যাচ্ছে।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল রেঞ্জের কর্মকর্তা মো. নাজমুল হক জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও পাহাড়-টিলাগুলো অজগরের মূল আবাসস্থল। বনাঞ্চলে খাবারের সংকটের কারণে অজগরগুলো লোকালয়ে প্রবেশ করছে। উদ্ধারকৃত অজগরগুলোকে পুনরায় প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!