বাউল আবুল সরকার কর্তৃক আল্লাহ তায়ালার মহিমান্বিত শানে গর্হিত বক্তব্যের প্রতিবাদে এবং তার সর্বোচ্চ শাস্তির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে শুক্রবার (২৮ নভেম্বর) জুমা নামাজের পর শ্রীমঙ্গল জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চৌমুহনা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার আহ্বায়ক মাহমুদুল হাসান নাঈমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম সাঈদ ও আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি তোফাজ্জল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আল্লাহর শানে যারা বেয়াদবি ও কটূক্তি করে, তাদের কোনো ধর্মীয় মূল্যবোধ থাকতে পারে না। কখনো বাউলের পোশাকে, কখনো শিক্ষার্থীর পরিচয়ে তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এটি কাকতালীয় নয়—এদের মানসিক বিকৃতির বহিঃপ্রকাশ।
তারা আরও বলেন, আল্লাহ ও রাসুল (সা.) এর শানে কোনো ধৃষ্টতা ধর্মপ্রাণ মানুষ কখনোই মেনে নেবে না। ইসলামের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না।
সমাবেশে আবুল সরকারের ইসলামবিরোধী ও আল্লাহকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্যের জন্য তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

