রাজশাহীর তানোর উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় তানোর উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।
সভায় তানোর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী শিব শংকর বসাক, কলমা ইউনিয়ন চেয়ারম্যান খাদেমুন নবী চৌধুরী, বাধাইড় ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মতিন, সরনজাই ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক, তালন্দ ইউনিয়ন চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, কামারগাঁ ইউনিয়ন চেয়ারম্যান সুফি কামাল মিন্টু, চাঁন্দুড়িয়া ইউনিয়ন (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মিজানুর রহমান মেজর, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, সুশীল সমাজের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, তানোর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যগণও উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

