যশোরের অভয়নগর উপজেলায় ফসলের মাঠ জুড়ে এখন সরিষার সমারোহ দেখা যাচ্ছে। হলুদ সরিষা ফুল প্রকৃতিকে সাজিয়েছে অপরূপ সৌন্দর্যে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার প্রায় সব ফসলি জমি এখন সরিষার হলুদ গালিচায় ঢেকে গেছে। অধিকাংশ কৃষক তাদের ফসলি জমিতে সরিষার চাষ করেছেন।
কৃষকরা জানান, সরিষা চাষে খরচ তুলনামূলক কম এবং পরিশ্রমও কম লাগে। বাজারে সরিষা ফুল ও পাতার চাহিদা রয়েছে। এছাড়া সরিষা তোলা শেষে সরিষার গাছ জ্বালানির জন্যও ব্যবহার হয়, যা বিক্রি করা যায়। তাই স্বল্প ব্যয়ে অধিক লাভের আশায় সরিষার আবাদ বাড়ছে।
এবার উপজেলার বিভিন্ন মাঠে রোপণ করা হয়েছে উচ্চ ফলনশীল জাতের টরি-৭, রাই-৫, কল্যানিয়া, সোনালি সম্পদ এবং বারি-৮। তেলের মান ভালো হওয়ায় এসব জাতের চাহিদাও বাজারে বেশি।
অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, “আমরা ২১০০ জন কৃষককে সরিষা বীজ ও সার প্রণোদনা হিসাবে দিয়েছি। এখনও পর্যন্ত সরিষা চাষ হয়েছে ১৯১০ হেক্টর জমিতে এবং আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে ২১০০ হেক্টর। উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে সরিষা চাষে কৃষকদের সার্বিক সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হবে বলে আশা করছি।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

