AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভয়নগরের ফসলের মাঠ জুড়ে সর্ষে ফুলের হলুদ সৌন্দর্য



অভয়নগরের ফসলের মাঠ জুড়ে সর্ষে ফুলের হলুদ সৌন্দর্য

যশোরের অভয়নগর উপজেলায় ফসলের মাঠ জুড়ে এখন সরিষার সমারোহ দেখা যাচ্ছে। হলুদ সরিষা ফুল প্রকৃতিকে সাজিয়েছে অপরূপ সৌন্দর্যে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার প্রায় সব ফসলি জমি এখন সরিষার হলুদ গালিচায় ঢেকে গেছে। অধিকাংশ কৃষক তাদের ফসলি জমিতে সরিষার চাষ করেছেন।

কৃষকরা জানান, সরিষা চাষে খরচ তুলনামূলক কম এবং পরিশ্রমও কম লাগে। বাজারে সরিষা ফুল ও পাতার চাহিদা রয়েছে। এছাড়া সরিষা তোলা শেষে সরিষার গাছ জ্বালানির জন্যও ব্যবহার হয়, যা বিক্রি করা যায়। তাই স্বল্প ব্যয়ে অধিক লাভের আশায় সরিষার আবাদ বাড়ছে।

এবার উপজেলার বিভিন্ন মাঠে রোপণ করা হয়েছে উচ্চ ফলনশীল জাতের টরি-৭, রাই-৫, কল্যানিয়া, সোনালি সম্পদ এবং বারি-৮। তেলের মান ভালো হওয়ায় এসব জাতের চাহিদাও বাজারে বেশি।

অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, “আমরা ২১০০ জন কৃষককে সরিষা বীজ ও সার প্রণোদনা হিসাবে দিয়েছি। এখনও পর্যন্ত সরিষা চাষ হয়েছে ১৯১০ হেক্টর জমিতে এবং আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে ২১০০ হেক্টর। উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে সরিষা চাষে কৃষকদের সার্বিক সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হবে বলে আশা করছি।”

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!