AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
নির্বাচনী পথসভায় মাহমুদ হাসান খাঁন বাবু

“আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে”



“আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী পথসভা করেছেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু। মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত পর্যন্ত উথলী ইউনিয়নের ১০টি স্থানে তিনি পথসভা করেন।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাহমুদ হাসান খাঁন বাবু বলেন, “ভোটের অধিকারের জন্য দীর্ঘ ১৬–১৭ বছর বিএনপির প্রতিটি নেতা-কর্মী, সাধারণ মানুষ এবং সর্বশেষ ছাত্রজন্মকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। সেই সংগ্রামের বিনিময়ে আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সেই অধিকার প্রয়োগ করতে পারবো।

তিনি আরও বলেন, “ভোটের অধিকার শুধুই একটি ছোট বিষয় নয়। এটি প্রমাণ যে দেশের মালিক আপনি, রাষ্ট্রের মালিক আপনি। পাঁচ বছর অন্তর আমরা যে ভোটের অধিকার পাই, তার মাধ্যমে নির্ধারিত হয় দেশ কে পরিচালনা করবে। এই অধিকার রক্ষা করতে আমাদের সচেতন হতে হবে। যারা দীর্ঘ ১৬ বছর অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, তাদের প্রলোভন প্রতিহত করতে হবে এবং সঠিকভাবে ভোট দিতে হবে। বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে বিভিন্ন দল আসবে; আপনাদের বিবেক ও বুদ্ধি অনুযায়ী যাচাই করে ভোট দিতে হবে। যারা দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, তাদেরকে ভোট দেবেন কিনা, বিবেচনা করতে হবে।

তিনি দলের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধৈর্য, সংগ্রাম ও আপসহীন চরিত্রের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “তার দলের প্রতি সমর্থন নিশ্চিত করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর প্রতিনিধিকে ভোট দেবেন কিনা তা আপনাদের সিদ্ধান্ত।”

মাহমুদ হাসান খাঁন বাবু আরও বলেন, “নেতাদের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি করা যাবে না। যত বেশি দূরত্ব তৈরি হবে, তত বেশি স্বৈরাচারী হয়ে যাবে। উন্নয়নের জন্য রাজনৈতিক সচেতন হতে হবে এবং সঠিক জায়গায় আপনার মূল্যবান ভোটের অধিকার প্রয়োগ করতে হবে। কোনো নির্দিষ্ট মার্কায় ভোট দিয়ে বেহেশতে যাওয়া যায় না; বেহেশতে যাওয়া নির্ভর করে ব্যক্তিগত আমলের উপর।”

এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম খাঁন খোকন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, সাবেক সভাপতি আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন জাহিদ, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু, জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উথলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুসাইন, সদস্যসচিব আরমান আলী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অমিত খান, সাধারণ সম্পাদক রানা আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এনামুল হক, কৃষক দলের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিটি ওয়ার্ডের বিএনপি নেতাকর্মী এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!