আনোয়ারা উপজেলায় দীর্ঘদিন অবহেলিত থাকা আব্দুল করিম চৌধুরী সড়কে অবশেষে প্রাথমিক সংস্কার কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম-১৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী সড়কটির দ্রুত সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরই কাজের অগ্রগতি দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মালঘর বাজার থেকে চাঁনখালী অংশ পর্যন্ত প্রাথমিক সংস্কার কাজে হাত দেয় সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। পরে টেন্ডারের মাধ্যমে সড়কটির স্থায়ী সংস্কার করা হবে বলে জানিয়েছেন সওজ কর্মকর্তারা।
এর আগে গত রোববার (২৩ নভেম্বর) দুপুরে দক্ষিণ চট্টগ্রাম সওজের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমার সঙ্গে দেখা করে সড়কটির জরুরি সংস্কারের বিষয়ে আলোচনা করেন অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। তিনি দুই উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের দ্রুত সংস্কারের অনুরোধও জানান।
মঙ্গলবার দুপুরে প্রাথমিক সংস্কার কাজের উদ্বোধন করেন অধ্যাপক মাহমুদুল হাসান। এসময় উপজেলা ও স্থানীয় জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয়দের সঙ্গে গণসংযোগকালে তিনি বলেন, “সওজ কর্তৃপক্ষকে জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর দ্রুত সংস্কারের অনুরোধ করেছি। বড় প্রকল্পগুলোও টেন্ডারের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছি। তারা আশ্বস্ত করেছেন শিগগিরই আরও সড়কের সংস্কার শুরু হবে। আজকের এই কাজ তারই অংশ। ভবিষ্যতেও স্থায়ীভাবে সংস্কার করা হবে। ইনশাআল্লাহ অতীতের মতো সুখে–দুঃখে আপনাদের পাশে থাকব।”
দক্ষিণ চট্টগ্রাম সওজের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, “দুই দিন আগে জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী এসেছিলেন। তিনি বেশ কয়েকটি সড়ক দ্রুত সংস্কারের অনুরোধ করেন। আমরা সড়কগুলো পরিদর্শন করছি। আজ প্রাথমিকভাবে আব্দুল করিম চৌধুরী সড়কের কাজ শুরু করা হয়েছে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

