রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে ২৯৯ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাড. দীপেন দেওয়ানের সমর্থনে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৪:৩০ টার দিকে বাঘাইছড়ি সদরস্থ বৃহত্তর মুসলিম ব্লক এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। গণসংযোগ ও লিফলেট বিতরণের পর পথসভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাজা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভার বক্তব্যে নিজাম উদ্দিন বাবু বলেন, “আমরা যারা দুঃসময়ে মাঠ পর্যায়ে সক্রিয় ছিলাম ও আছি, আমাদের ভোট সমূহ বিএনপির জন্য রিজার্ভ হিসেবে ধার্য্য রয়েছে। যারা বিগত নির্বাচনে ভোট দিতে না পেরে বা স্বৈরাচারের আমলে নানা চাপে নিজেদের গুটিয়ে নিয়েছে, তাদেরকে সহ সাধারণ ভোটার ও নারী ভোটারদের আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে আনতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ও বার্তা সকলকে উদ্ভুদ্ধ করে আগামী নির্বাচনকে প্রাণবন্ত করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

