নাটোরের লালপুরে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আছর উপজেলার দক্ষিণ লালপুরের মধ্যপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত বিশেষ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুনার রশিদ (পাপ্পু), উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়ালিউর রহমান কিরণ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবু রায়হান, লালপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান বাপ্পী, মোঃ হাবিবুল বাশার, মোঃ রেজাউল করিম, মিন্টু রহমান, এবং লালপুর উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান রবিনসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

