আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মো. শাহ আলম সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গলাচিপা বালিকা বিদ্যালয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি গলাচিপা-দশমিনা উপজেলার নানা সমস্যা উত্তরণে ঘুষ-দুর্নীতি, হাটবাজারে সন্ত্রাসীদের চাঁদাবাজি, দখলবাণিজ্য এবং অফিস ও থানায় দলীয় প্রভাব বিস্তারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও নারীর উন্নয়নসহ জনগণের বাস্তব চাহিদা অনুযায়ী এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অধ্যাপক শাহ আলম নতুন প্রজন্মসহ সকল ভোটারকে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন,“জামায়াত ইসলামের কোনো নেতাকর্মী সন্ত্রাস বা সংঘাতে বিশ্বাস করে না। সব প্রার্থীর সঙ্গে সৌজন্যতা বজায় রেখে এলাকার উন্নয়নে কাজ করাই আমাদের লক্ষ্য।”
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,“বিএনপির সঙ্গে নির্বাচনে ঐক্য হওয়ার প্রশ্নই আসে না। আমরা দেশের ৮টি ইসলামী দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। কোরআন-হাদিসের আলোকে একটি সুন্দর, আদর্শনির্ভর উন্নয়নশীল বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”
তিনি আরও অভিযোগ করেন,“জনগণের সমর্থন দেখতে পেয়ে কিছু রাজনৈতিক দল জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা আমীর মাওলানা ডা. মো. জাকির হোসেন। উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামের সদস্য ও সাবেক আমীর মাওলানা অধ্যাপক মো. ইয়াহিয়া খান, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাহ আলমসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

