চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘আনোয়ারা–কর্ণফুলী ঐক্য পরিষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। দুই উপজেলার সমমনা পেশাজীবীদের উদ্যোগে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মে সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বর্তমান উচ্চপদস্থ কর্মরত কর্মকর্তা এবং বিভিন্ন পেশার প্রায় অর্ধশতাধিক মানুষ যুক্ত হয়েছেন।
সংগঠনটির উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন দি পিপলস ভিউ–এর ডেপুটি এডিটর ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সামসাদ সাত্তারসহ আরও অনেকে। তারা জানান, সমাজে নৈতিক অবক্ষয় রোধ, মানবিক সহায়তা বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং জনসেবামূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়াই এ সংগঠনের প্রধান লক্ষ্য।
অধ্যাপক সামসাদ সাত্তার বলেন, "আনোয়ারা ও কর্ণফুলী বহুদিন ধরেই একই নদী, একই সংস্কৃতি ও অভিন্ন সমস্যার মাধ্যমে সংযুক্ত। দুই উপজেলার মধ্যে সামাজিক সম্প্রীতি ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করতেই এ ঐক্য পরিষদের জন্ম। স্থানীয় সমস্যাগুলো সমাধানে নাগরিক উদ্যোগ বাড়ানো, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করাই আমাদের কর্মপরিকল্পনা।"
তিনি আরও জানান, ডিসেম্বরের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এছাড়া অদূর ভবিষ্যতে বৃহৎ কর্মপরিকল্পনা ও বিভিন্ন মানবিক কার্যক্রম হাতে নেওয়ার প্রস্তুতিও চলছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

