AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিশোরগঞ্জে নার্সদের ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৫:৪০ পিএম, ২৪ নভেম্বর, ২০২৫

কিশোরগঞ্জে নার্সদের ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান স্তম্ভ নার্সিং ও মিডওয়াইফারি প্রশাসনকে তিনটি অধিদপ্তরের সঙ্গে একীভূত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এবং ৪৮ বছর ধরে প্রতিষ্ঠিত স্বাধীন কাঠামো পুনর্বহালসহ আট দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) কিশোরগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রধান উপদেষ্টার নিকট প্রেরণ করা হয়। স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিনের আন্দোলন, দাবি ও আলোচনার পরও গত ১৪ মাসে নার্সিং প্রশাসনের স্বাধীন কাঠামো পুনর্বহাল না হওয়ায় পেশাজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নার্সিং প্রশাসনকে তিনটি অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ নার্সিং পেশার মর্যাদা, স্বকীয়তা ও পেশাগত দক্ষতা ক্ষুণ্ন করবে। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের পাশাপাশি স্বাধীন নার্সিং কমিশন গঠনের দাবি জানান।

স্মারকলিপি প্রদান শেষে বিএনএ ও বিএমএস নেতৃবৃন্দ বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হলে নার্সিং পেশার স্বাধীন প্রশাসনিক কাঠামো বহাল রাখা জরুরি। তারা আশা প্রকাশ করেন, তাদের আট দফা ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ হবে।

এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন— দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন নার্সরা।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!