আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল সমান সুযোগ পাবে। বরিশালের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন উজিরপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সোমবার (২৪ নভেম্বর) উজিরপুরে জেলা প্রশাসক ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। পরিদর্শনের সময় তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এছাড়াও, তিনি উপজেলার বিভিন্ন সড়ক, আধুনিক অডিটোরিয়াম, কিশোরীর হাইজিন কর্নারসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এসব প্রকল্প স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। জেলা প্রশাসক প্রকল্পগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করার পাশাপাশি জনগণের অভিযোগ দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ রোকনুজ্জামান, সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মণ্ডল, বরিশাল নির্বাচন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, উজিরপুর উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম রুমি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।
সদস্যদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামের নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের আমীর আব্দুল খালেক মাস্টার, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম সরদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাসির শরীফসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা।
জেলা প্রশাসক স্থানীয় প্রশাসনকে জনগণের সুবিধা নিশ্চিত করতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার আহ্বান জানান।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

