নওগাঁর নিয়ামতপুরে বারি মিষ্টি আলু ১৭ চাষাবাদ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বেলা ১০টায় উপজেলা কৃষি অফিস ট্রেনিং সেন্টারে কারিতাস রাজশাহী অঞ্চল-এর Climate Action At Local Level (CALL) প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং CALL প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আবুল বাসারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, বারি মিষ্টি আলু ১৭-এ অ্যানথোসায়ানিন নামক এন্টিঅক্সিডেন্ট রয়েছে, যা মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া এর ফলনও আশানুরূপ। এক বর্গমিটার জমির আলু উত্তোলন করলে ২.৬২ কেজি ফলন পাওয়া যায়।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

