AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাজী হাবিবুর রহমানের আজ মৃত্যুবার্ষিকী



কাজী হাবিবুর রহমানের আজ মৃত্যুবার্ষিকী

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শিক্ষা ও সমাজ উন্নয়ন আন্দোলনের নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব কাজী হাবিবুর রহমান (হবি কাজী)-এর আজ মৃত্যুবার্ষিকী।তিনি ২০২২ সালের ২২ নভেম্বর সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে এলাকাবাসী, শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ী গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করছে।

মুকসুদপুরের কৃষ্ণাদিয়া বাগুমৃর্ধা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসেন। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং শিক্ষকদের উৎসাহ প্রদানে তিনি ছিলেন একনিষ্ঠ সহযোগী।

শিক্ষার প্রতি তাঁর অগাধ ভালোবাসা ও নিবেদিতপ্রাণ কর্মযজ্ঞ স্থানীয় সমাজকে আলোকিত করেছে।
প্রজন্মের পর প্রজন্ম তাঁর অবদান স্মরণ করবে—এমনটাই মনে করেন এলাকাবাসী।

এ ছাড়া সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদানসহ নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি ছিলেন অগ্রগামী। নিঃস্বার্থ সেবার জন্য তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!