সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, “দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নিজ এলাকায় নির্বাচন করতে পারব, এটি কখনো ভাবিনি। এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমার দল, আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাঁরা আবারও আমাকে এই ভাটি বাংলার মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন।”
শুক্রবার বিকেলে মদন উপজেলা পাবলিক হল মাঠে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
লুৎফুজ্জামান বাবর, যিনি নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, প্রথমবার নির্বাচনী এলাকায় আগমণে উচ্ছ্বাসিত নেতাকর্মীদের সাথে সংবর্ধনা গ্রহণ করেন।
সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “মনোনয়ন পাওয়ার পর আজকেই আমি আমার নিজ এলাকায় ফিরছি। নেত্রকোনাবাসী আমাকে দীর্ঘদিন দোয়া করেছেন, নির্বাচনী এলাকার মানুষ আমার জন্য নামাজ ও রোজা রেখেছেন। তাদের এই ঋণ আমি কখনোই ভুলতে পারব না। আমি আমার পুরো জীবন তাদের জন্য যতটুকু পারি, তা করে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।”
ভবিষ্যতে মন্ত্রী হিসেবে হাওরপাড়ের মানুষ তাকে দেখতে চায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “পূর্বে আল্লাহর ইচ্ছা এবং আমার নেত্রী ও নেতার কারণে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলাম। ভবিষ্যতে কী হবে, তা মহান আল্লাহ, আমার নেত্রী ও নেতা নির্ধারণ করবেন। এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

