অনেকে নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলছেন। কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, “তারা ভালো করেই জানেন, তাদের পেছনে জনগণ নেই। তারা আমাদের মাঝে সংশয় সৃষ্টি করতে চায়। নমিনেশন যাকেই দিক, আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
শনিবার (১৫ নভেম্বর) সকালে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর কৃষকদলের আয়োজিত সভায় কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন।
সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ জয়নাল আবেদিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মোরেলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ইব্রাহিম হাওলাদার, সাধারণ সম্পাদক এইচ এম অহিদুজ্জামান, মোঃ সাদিক শিকদার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং দলকে সুসংগঠিত করার জন্য দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

