বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, “কারো উপর প্রতিশোধ নয়, আমরা দেশের জন্য কাজ করবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়াই প্রথম নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। একটি দল বেহেশতের টিকিট দিয়ে ভোট নিতে চায়, তাদের থেকে সতর্ক থাকতে হবে।”
শনিবার দুপুরে মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার’— শীর্ষক নারী সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন— বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি; ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম; জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও সাহেদ হাসান টগর; জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি; শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো; সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মুন্সি রেজাউল করিম; জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান; উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিন্টু চৌধুরী; খন্দকার খলিলুর রহমান; মোল্লা খলিলুর রহমান; মাসুদ মজুমদার; শ্রীপুর উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপী; সাধারণ সম্পাদক কুলসুম খাতুন; উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুন্সি জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুন্সি ইয়াসিন আলী সোহেল।
সমাবেশকে কেন্দ্র করে উপজেলার ৮টি ইউনিয়ন থেকে সকাল থেকেই মহিলা দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ব্যান্ডপার্টির বাদ্যযন্ত্রের তালে তালে সমাবেশস্থলে উপস্থিত হন। সমাবেশ শুরু হওয়ার আগেই পুরো বিদ্যালয় মাঠ হাজার হাজার নারী উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
নারীদের উদ্দেশে সেলিমা রহমান আরও বলেন, “বিগত সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছিল। সেই ভোটাধিকার ফিরিয়ে দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান। আর সেই ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে ধানের শীষে ভোট দিয়ে মাগুরা-১ আসনে আলহাজ্ মনোয়ার হোসেন খানকে বিজয়ী করতে হবে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

