AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যনগর উপজেলার সকল দপ্তর বাস্তবায়নের দাবিতে মানববন্ধন



মধ্যনগর উপজেলার সকল দপ্তর বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে এলাকাবাসীর উদ্যোগে সকল দাপ্তরিক প্রশাসনিক ভবন নির্মাণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রয়েছে—এসিল্যান্ডের পদায়ন, নদী খননের উদ্যোগ গ্রহণ, হাসপাতাল স্থাপন, ফায়ার সার্ভিসসহ প্রতিটি দপ্তরে নিয়োগ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবি।

শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় অস্থায়ী উপজেলা কার্যালয়ের পাশে ব্রিজ চত্বরে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

এতে দুই শতাধিক মানুষের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মানববন্ধনের উদ্যোক্তা কবি অসীম সরকার, প্রভাষক নির্মল কান্তি সরকার এবং নতুন কুঁড়ি স্কুলের প্রধান শিক্ষক আরিফুর রহমান খান প্রমুখ।

বক্তারা বলেন, ভাটির জনপদ হিসেবে দীর্ঘদিন অবহেলিত নতুন এই মধ্যনগর উপজেলাটি ২০২১ সালের ২৬ জুলাই যাত্রা শুরু করে। কিন্তু এখনো অস্থায়ীভাবে সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাঁচ বছর পেরিয়ে গেলেও দুই শতাধিক জনবল প্রয়োজনের বিপরীতে মাত্র ২২ জন কর্মচারী ও অল্পসংখ্যক কর্মকর্তা রয়েছেন। ফলে প্রায় দুই লাখ মানুষ দাপ্তরিক গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অপ্রতুল জনবলের কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্বে কর্মকর্তা থাকায় সময়মতো সেবা না পেয়ে অনেককে ধর্মপাশা উপজেলায় যেতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, মা ও শিশু কল্যাণকেন্দ্রের জন্য একটি অ্যাম্বুলেন্স অত্যন্ত প্রয়োজন। হাওর অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ও উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রজন রায়ের সুদৃষ্টি কামনা করেন তারা।

এ ছাড়া স্বাস্থ্যসেবার উন্নতির জন্য হাসপাতাল নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগব্যবস্থা উন্নতকরণ, ভূমি সেবার জন্য এসিল্যান্ড পদের সৃজন ও দ্রুত পদায়ন, নদী খনন এবং প্রস্তাবিত সকল ভবন নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!