গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানব সেবা ফাউন্ডেশনের শুভ উদ্বোধন উপলক্ষে অসহায়, গরিব ও দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার মহুয়ার মোড় চত্বরে ফাউন্ডেশনের সভাপতি ওমর ফারুক রিয়াজের সভাপতিত্বে প্রায় ২০০ জন অসহায়, গরিব ও দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল রিয়াজ, সাংগঠনিক সম্পাদক জুয়েল শিকদার, সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস শেখসহ অন্যান্য সদস্যরা।
ফাউন্ডেশনের সভাপতি ওমর ফারুক রিয়াজ বলেন, “মানব সেবা ফাউন্ডেশনের শুভ উদ্বোধন উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। যে কোনো ছোট কাজও যদি ভালোবাসা দিয়ে করা হয়, তা পৃথিবীকে বদলে দিতে পারে। মানুষের সেবা করা একটি মহৎ কাজ—আমরাও চাই মানুষের পাশে থেকে আরও দূর এগিয়ে যেতে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

