AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরপুর প্রেসক্লাবে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
০৪:৩২ পিএম, ১৫ নভেম্বর, ২০২৫

মিরপুর প্রেসক্লাবে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনের বিএনপি প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব চৌধুরী বলেন, “ছাত্র–জনতার আন্দোলনে ফ্যাসিস্টরা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করলেও রাষ্ট্র ও বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ব্যালটের মাধ্যমে জনগণ সব ধরনের ষড়যন্ত্রের জবাব দেবে।”

তিনি বিএনপির বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে সাংবাদিকসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে বাল্যবিবাহ, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক মিরপুর–ভেড়ামারা গড়ে তুলবেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুর রহমান বাবু এবং সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন। শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন— কুষ্টিয়া জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সদস্য মজিদ জোয়ার্দ্দার, আলম মন্ডল, শেফাদুল ইসলাম চান্নু, জাহিদ হাসান জিহাদ, আশরাফুল আলম হীরা, সাংবাদিক নাঈম খন্দকার, সাইদুর রহমান, আব্দুল আউয়াল, আশিক আলী প্রমুখ।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!