AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধামরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজনসহ গ্রেপ্তার ৬


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৪:৩১ পিএম, ১৫ নভেম্বর, ২০২৫

ধামরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজনসহ গ্রেপ্তার ৬

ঢাকার ধামরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তিনজনসহ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রোয়াইল ইউনিয়নের চর সুঙ্গর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. লুৎফর রহমান (৬০), একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. ইমান আলী (৫৫), সুয়াপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন (৫০), সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. বসির উদ্দিন (৩৮), ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন (৪০), বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আবুল হাসেম বকুল (৪৬) ।

পুলিশ জানায়, ধামরাই থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় (মামলা নং–২৫) তিনজন এবং অপর একটি মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিরা স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সক্রিয় কর্মী।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!