AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে নির্বাচনের আগে গণভোটের দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ



রূপগঞ্জে নির্বাচনের আগে গণভোটের দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা শাখা।

শুক্রবার বাদ জুমা ঢাকা–সিলেট মহাসড়কের ভুলতা চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের হয়ে ভুলতা, গাউসিয়া ও আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার। জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন—
জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, প্রকাশনা সম্পাদক মুজিবুর রহমান মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল, সমাজকল্যাণ সম্পাদক ও নারায়ণগঞ্জ–২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা, রূপগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, জেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি আকরাম হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, জুলাই সনদের বাস্তবায়ন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবে। তাই এ সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে জনগণের মতামত প্রতিফলনে গণভোট আয়োজন করতে হবে।

বিক্ষোভে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!