AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক্সপ্রেসওয়েতে মিছিলের পর চিনির ট্রাকে আগুন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,শরীয়তপুর
১১:৩৬ এএম, ১৩ নভেম্বর, ২০২৫

এক্সপ্রেসওয়েতে মিছিলের পর চিনির ট্রাকে আগুন

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে একটি চিনির ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে ওই এলাকায় মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার সকালে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের জাজিরা উপজেলার নাওডোবা তস্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে এদিন ভোরে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় মিছিল করেন তাদের নেতাকর্মীরা। এসময় তারা লাঠিসোঁটা ও ককটেল প্রদর্শন করেন। এর কিছুক্ষণ পর ওই এলাকা দিয়ে ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি চিনির ট্রাকে আগুন দেন তারা। এতে আধাঘণ্টার বেশি সময় ধরে যানচলাচল বন্ধ ছিল। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে পুলিশ আসার আগেই সড়ক থেকে সটকে পড়েন দুর্বৃত্তরা।

এদিকে, আওয়ামী লীগ এবং তাদের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাদের মিছিলের একটি ৩৯ সেকেন্ডের ভিডিও ফেসবুকে ছাত্রলীগের ভেরিফাইড পেজে আপলোড করা হয়েছে। সেখানে দেখা যায়, শতাধিক লোক হাতে লাঠিসোঁটা নিয়ে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় মিছিল করছেন। মিছিলের সম্মুখভাগে থাকা এক ব্যক্তির দুই হাতে ককটেল দেখা যায়। এসময় তারা নানা স্লোগান দিতে থাকেন।

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, একটি ট্রাকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বর্তমানে যানচলাচল স্বাভাবিক আছে। তাছাড়া মিছিলের বিষয়টি আমাদের নজরে এসেছে। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মাঠে আছে।

একুশে সংবাদ/এসআর

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!