নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সংযোগ সড়ক ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়েছে। ফলে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সকাল ৬টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় দলটির নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ জানায়, অবরোধকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।
অবরোধের ফলে সকাল ছয়টা থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাড়ে আটটার পর কিছু যানবাহন পারাপার শুরু হলেও এক্সপ্রেসওয়ের ট্রাফিক স্বাভাবিক হয়নি। এতে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় প্রায় আধা কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, “সকালে সেতুর পশ্চিম প্রান্তে আন্দোলনকারীরা অবস্থান নেয়। পুলিশ সরাতে গেলে তারা ট্রাকে আগুন দেয়। বর্তমানে আটকে পড়া যানবাহনগুলোকে নিরাপত্তা দিয়ে পারাপারের ব্যবস্থা করা হচ্ছে।”
শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ তালুকদার বলেন, “গতকাল ঢাকায় শরীয়তপুর থেকে যাওয়া দুটি বাসে আগুন দেওয়া হয়েছিল। আজ পদ্মা সেতু এলাকায় আবারও অবরোধ চলছে। ফলে মালিকরা আতঙ্কে বাস বন্ধ রেখেছেন।”
তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে দূরপাল্লার বাস চলাচল পুনরায় শুরু করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

