নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে বিশেষ মহড়া চালিয়েছে বরিশালের বানারীপাড়া থানা পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় পুলিশের একাধিক ইউনিট এ মহড়ায় অংশ নেয়। এর আগে গত সোমবার রাত থেকে নিরাপত্তা জোরদার অভিযান অব্যাহত রয়েছে।
থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা তদন্ত ওসি শতদল মজুমদারের নেতৃত্বে পুলিশ উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় কৌশলগত নিরাপত্তা মহড়া পরিচালনা করে।
মহড়ার অংশ হিসেবে কাজলাহার, ব্রাহ্মণকারী, জম্বদ্বীপ, মাছরং, রায়েরহাট, গুয়াচিত্রা, চাখার, মিরেরহাট, বাইশারী, ইলুহার, সৈয়দকাঠি, উদয়কাঠি ও বিচারকান্দিসহ উপজেলার প্রধান সড়কসংলগ্ন পয়েন্ট এবং জনসমাগমস্থলে মোটরসাইকেল টহল ও ফোর্স মুভমেন্ট পরিচালিত হয়।
তদন্ত ওসি শতদল মজুমদার বলেন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অপতৎপরতা, নৈরাজ্য বা সহিংসতার চেষ্টা যাতে না ঘটে, সে লক্ষ্যেই এই পূর্বপ্রস্তুতিমূলক মহড়া পরিচালিত হয়েছে। উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নজরদারি থাকবে। কেউ নাশকতা বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

