চট্টগ্রাম নগরের একটি আবাসিক স্থানে আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় পুলিশি অভিযান চালানো হয়েছে। এ সময় বাসায় থাকা সাত জনকে আটক করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেল ৩:৩০টার দিকে নগরের চশমা হিল এলাকার ২ নম্বর গেটে পাঁচলাইশ থানা পুলিশ অভিযান পরিচালনা করে।
আটককৃতদের পরিচয় এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে, তল্লাশির পর পুলিশ বাসার সিসিটিভি ডিভিডিআর বক্স জব্দ করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছিল, কয়েকজন বাসায় একত্রিত হয়ে আওয়ামী লীগের নিষিদ্ধ কর্মসূচিতে অংশ নেবেন। এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, “আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন সংক্রান্ত পরিস্থিতিতে ছাত্রলীগের কিছু সদস্য অস্থিরতা সৃষ্টি করতে অবস্থান করার খবর পাওয়া যায়। এজন্য আমরা অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছি। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

