‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে মেলা ও খেলার উদ্বোধন করেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. মো. মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে লাল ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার সূচনা করা হয়। এরপর বই মেলা, কারুশিল্প ও উদ্যোক্তা মেলা, পিঠা উৎসব, চিত্র প্রদর্শনী, ফুটবল খেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম।
প্রধান অতিথি সস্ত্রীক উপস্থিত থাকায় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান এবং ফুল ছিটিয়ে তাদের বরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলা বিএনপির আহবায়ক মাস্টার হুমায়ুন কবীর, উপজেলা জামায়াতের আমীর হাজী মো. আফতাব উদ্দিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থী এবং গণমাধ্যকর্মীসহ অনেকে।
ফুটবল খেলা শেষে ম্যারাথন দৌড়, সাইক্লিং ও বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেলা ও খেলায় হাজার হাজার কিশোর-কিশোরী, নারী-পুরুষ এবং সাধারণ জনতা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

