নারায়ণগঞ্জ (৩) আসনের সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিকৃত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হচ্ছে, এই অপপ্রচার দলের সুনাম ক্ষুন্ন করছে।
বিএনপি জানিয়েছে, দলের প্রাথমিক মনোনয়নের পর থেকে একটি চক্র দলের সুনাম ক্ষুন্ন করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তদুপরি, আজহারুল ইসলাম মান্নান অভিযোগ করেছেন যে, তার ভয়েস ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করে প্রচার করা হচ্ছে। এতে শুধু তিনি নয়, দলের এক বর্ষীয়ান নেতার সুনামও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মোঃ ফজল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি আজহারুল ইসলাম মান্নান এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, যে বক্তব্য বিকৃতভাবে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন।
এছাড়াও তিনি দলের সকল নেতাকর্মীকে এই অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

