গাজীপুরের শ্রীপুরে আলোচিত শিশু আনাছ (৪) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। পরকীয়া সম্পর্ক গোপন রাখতে শিশুটিকে হত্যা করেছে মোমেন খাঁ নামের এক ব্যক্তি। তিনি ছিলেন আনাছের বাবার বাড়ির কাজের বুয়া শাহিনূর বেগম ওরফে হাসিনার (৩০) প্রেমিক।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) আমিনুল ইসলাম মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শিশু আনাছ খান শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া মধ্যপাড়া (নতুন বাজার) এলাকার সৌদি প্রবাসী আল-আমিন খান ও লিজা আক্তার দম্পতির দ্বিতীয় ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনে শিশু শ্রেণিতে পড়ত।
ঘাতক মোমেন খাঁ একই এলাকার মোতালেব খাঁর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক। তাঁর প্রেমিকা শাহিনূর বেগম ওরফে হাসিনা একই গ্রামের নজরুল মোল্লার স্ত্রী এবং লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরজগবন্ধ গ্রামের আলী হোসেনের মেয়ে।
অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) আমিনুল ইসলাম জানান, ৭ নভেম্বর সকাল সোয়া ৮টার দিকে আনাছ প্রতিবেশী নজরুল মোল্লার ছেলে আব্দুল্লাহর (৫) সঙ্গে খেলতে যায়। কিছুক্ষণ পর নিখোঁজ হলে তাঁর পরিবার শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করে। এরপর গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ তদন্তে নামে এবং সন্দেহভাজন হিসেবে শাহিনূর বেগম ও তাঁর স্বামীকে আটক করে।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শাহিনূর বেগম স্বীকার করেন, ঘটনার দিন সকালে স্বামী বাইরে গেলে তাঁর প্রেমিক মোমেন ঘরে এসে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। ঠিক তখনই শিশু আনাছ ঘরে প্রবেশ করে তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় মোমেন আনাছের গলা টিপে ধরে এবং পরে ধারালো কাঁচির ফলা দিয়ে তার ডান চোখে আঘাত করে হত্যা করে।
এরপর মোমেন শিশুটির মরদেহ কোলে নিয়ে পাশের বাঙ্গালপাড়া বিলের পানিতে ফেলে আসে। শাহিনূর বেগম আনাছের সাইকেলটি তার বাড়ির কাছে ফেলে রেখে হত্যার কাঁচিটি ধুয়ে রান্নাঘরের চালে লুকিয়ে রাখে।
শাহিনূর বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (১০ নভেম্বর) দুপুরে পুলিশ বিল থেকে আনাছের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে এবং তাঁর রান্নাঘর থেকে হত্যায় ব্যবহৃত কাঁচিটি জব্দ করে।
আটক শাহিনূর বেগমকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামি মোমেনকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

