শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর বর্বরোচিত শারীরিক আক্রমণের পর দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এক ঘন্টা কলম বিরতি পালন করেছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের কার্যালয়ে এই কলম বিরতি অনুষ্ঠিত হয়।
কলম বিরতির সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা সাংবাদিকদের জানান, দায়িত্ব পালনরত অবস্থায় একজন সরকারি কর্মকর্তার উপর হামলা প্রশাসনিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য বড় হুমকি। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর আনুমানিক দুপুর আড়াইটার দিকে নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর অফিসে যান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫)। এ সময় বাইরে অপেক্ষা করছিলেন ছাত্রদলকর্মী ফজলু (৩২)। কাইয়ুম কৃষি কর্মকর্তার কাছে জানতে চান, কৃষি প্রণোদনা কোন কোন বিএনপি নেতাকে দেওয়া হয়েছে এবং ছাত্রদলের জন্য কিছু অংশ দাবির চেষ্টা করেন। কৃষি কর্মকর্তা তাৎক্ষণিক বিষয়টি মোবাইল ফোনে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমানকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে কাইয়ুম কৃষি কর্মকর্তাকে চড় মারেন এবং ফজলুসহ অফিসের বাইরে টেনে নিয়ে মারধর শুরু করেন। আশপাশের লোকজন এসে কর্মকর্তাকে উদ্ধার করেন।
ঘটনার দিনই কৃষি কর্মকর্তা নকলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ নিয়মিত মামলা রুজু করে। পরদিন কেন্দ্রীয় ছাত্রদল কাইয়ুমকে দলীয় পদপদবী ও সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করে। কাইয়ুম ও ফজলু বর্তমানে পলাতক রয়েছেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে সাড়াশি অভিযান চলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

