AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিকেএসপি স্কলারশিপ পাচ্ছে চাঁদপুরের ‘খুদে মেসি’



বিকেএসপি স্কলারশিপ পাচ্ছে চাঁদপুরের ‘খুদে মেসি’

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনি গ্রামের খুদে ফুটবলার সোহান এখন দেশের ক্রীড়াঙ্গনের আলোচিত নাম। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘খুদে মেসি’ হিসেবে পরিচিতি পাওয়ার পর এই প্রতিভাবান ফুটবলারের জীবনে নতুন দিগন্ত উন্মোচিত হলো।

সোমবার (১০ নভেম্বর) রাত ৯টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণা দেন, ‘খুদে ফুটবলার সোহানকে বিকেএসপি স্কলারশিপ দেওয়া হবে। বিকেএসপিতে ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে সোহান।’

এ ঘোষণার মাধ্যমে মতলবের এই গ্রামীণ শিশুটি দেশের সর্বোচ্চ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিতে ভর্তি হয়ে পেশাদার প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে। এটি যে কোনো গ্রামীণ শিশুর জন্য এক ঐতিহাসিক অর্জন হিসেবে গণ্য হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সোহানের ফুটবল দক্ষতার ভিডিও ভাইরাল হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রতি দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি লন্ডন থেকে নেতাকর্মীদের নির্দেশ দেন সোহানের পড়াশোনা ও চিকিৎসাসহ সামগ্রিক দায়িত্ব নেওয়ার জন্য। সেই নির্দেশনার ফলস্বরূপ, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক সোহানের পাশে দাঁড়ান এবং তার স্কুলে যাওয়া, অনুশীলনের সরঞ্জাম ও পড়াশোনার খরচ বহন করেন।

সোহানের বাবা মো. সোহেল প্রধান এই খবরে আনন্দে বলেন, “আমি সোহানকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। আল্লাহ যেন সেই স্বপ্ন পূরণ করেন। আমি আমার ছেলেকে বাংলাদেশের জন্য উৎসর্গ করেছি। আমি গরিব হলেও কখনও ছেলেকে থামাইনি। এখন অনেকেই পাশে এসেছে। আল্লাহর রহমতে আমার ছেলে একদিন দেশের নাম উজ্জ্বল করবে।”

বিকেএসপি স্কলারশিপের খবর ছড়িয়ে পড়তেই মতলব উত্তরের বিভিন্ন স্থানে অভিনন্দনের ঢল নামে। স্থানীয় শিক্ষক, খেলোয়াড় ও ক্রীড়ামোদীরা মনে করেন, সোহানের মতো গ্রামীণ প্রতিভারাই একদিন দেশের ফুটবলে নতুন ইতিহাস গড়বে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, “আমরা গর্বিত যে মতলবের একটি শিশু এখন বিকেএসপিতে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সোহানের পরিবারকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”

ক’দিন আগেও গ্রামের মাঠে খালি পায়ে বল নিয়ে দৌড়ানো সেই সোহানের নাম এখন উচ্চারিত হচ্ছে জাতীয় ক্রীড়ামহলে। বিকেএসপি স্কলারশিপ পেয়ে তার হাতে ধরা দিয়েছে বাস্তব স্বপ্নের সুযোগ। সোহানের ছোট্ট মুখে এখন একটাই কথা: “আমি মেসির মতো খেলোয়াড় হতে চাই, বাংলাদেশের হয়ে খেলতে চাই।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!