গাজীপুরের কালীগঞ্জে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১১ নভেম্বর) দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন করা হয়েছে। উৎসবে র্যালি, ম্যারাথন দৌড়, যুব সমাবেশ, বর্জ্য ব্যবস্থাপনা অলিম্পিয়াড, ক্রিকেট খেলা, সাইক্লিং ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।
উপস্থিতিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম. কামরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, তদন্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানগণ, উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হুমায়ুন কবীর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী প্রমুখ।
অনুষ্ঠানের প্রথম দিনে সকাল ৭টায় ম্যারাথন দৌড় শুরু হয় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ থেকে এবং উপজেলা চত্বরে এসে শেষ হয়। দুপুরে কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে বর্জ্য ব্যবস্থাপনা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। বিকেলে সাইক্লিং অনুষ্ঠান শুরু হয় উপজেলা চত্বর থেকে, প্রদক্ষিণ করে দেওপাড়া শহীদ ময়েজউদ্দিন সেতু হয়ে প্রায় ৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পুনরায় উপজেলা চত্বরে শেষ হয়। এ বছর সাইক্লিং কালীগঞ্জে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে। রাস্তার দু’পাশে হাজার হাজার নারী, পুরুষ ও কিশোর-কিশোরী বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণকারীদের প্রভূত সমর্থন জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

