AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান



উজিরপুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

বরিশাল জেলার উজিরপুর পৌরসভার উজিরপুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়দ মাঈনুল হকের স্মরণে মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১২টায় কলেজের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শামসুল ইসলাম। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. রোকুনুজ্জামান টুলু, প্রতিষ্ঠাতার বড় ছেলে সৈয়দ তাহমিদ আজিজুল হক, প্রতিষ্ঠাতার ভাতিজা সৈয়দ নাজমুল হাসান, মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল আজিজ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, কলেজের সহকারী অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান নকিব, পৌর জামায়াতে ইসলামীর আমির মো. আল আমিন সরদার ও উজিরপুর শেরেবাংলা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হক আজাহারী।

সভায় বক্তারা উজিরপুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সৈয়দ মাঈনুল হকের জীবনী, অবদান ও শিক্ষাক্ষেত্রে তার বিশেষ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!