নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে ইমরান মিয়া (৩) নামের এক শিশু মারা গেছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ইমরান মিয়া জালালপুর গ্রামের মৃত জুয়েল মিয়া ও আলেয়া খাতুনের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ইমরান মিয়ার বাবা ৭–৮ মাস আগে মারা যান। মঙ্গলবার দুপুরে ইমরান মিয়ার মা তাকে দুধ খাওয়ানোর পর ভিজিএফ কার্ড নিয়ে চাল আনতে বাইরে যান। যাওয়ার সময় তিনি ইমরানের বড় বোনকে খেয়াল রাখতে বলেন। পরে একপর্যায়ে ইমরান অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।
বাড়ির লোকজন শিশুকে না পেয়ে খোঁজাখুঁজিতে নেমে পরে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে উদ্ধার করে দুপুর ১:৩০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ওসি তদন্ত মিহির রঞ্জন দেব বলেন, “আমি কিছুক্ষণ আগে পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

