পটুয়াখালীর বাউফলে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে হাইব্রিড সবজি, উফশী সবজি, গম, সরিষা, সূর্যমুখী (ওপি), সূর্যমুখী (হাইব্রিড), চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি, ফেলন, বোরো উফশী ও বোরো হাইব্রিড ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহরিয়ার রিজভী লিমন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, এবং সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিলন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইছাহাক মিয়া, বিভিন্ন রাজনৈতিক ও সরকারি ব্যক্তিবর্গ, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

