AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০৭ পিএম, ১১ নভেম্বর, ২০২৫

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত

অন্তর্বর্তী সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে আদালত বিচার শুরু করার প্রস্তুতি নিয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিন মামলাটি বিচারের জন্য প্রস্তুত ঘোষণা করে তা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরের নির্দেশ দেন।

মামলার বাদী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. এনামুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত বছরের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত জুম মিটিংয়ে অংশ নেন শেখ হাসিনাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সেখানে “অন্তর্বর্তী সরকারকে উৎখাত করে গৃহযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার শপথ” নেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

সিআইডির তথ্য অনুযায়ী, সভাটিতে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে ৫৭৭ জন যুক্ত হন। সভার অডিও রেকর্ড বিশ্লেষণে দেখা যায়, বৈধ সরকারকে বাধাগ্রস্ত করা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের আলোচনা হয়।

পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে চলতি বছরের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি দায়ের করেন এএসপি এনামুল হক। তদন্ত শেষে গত ১৪ আগস্ট তিনি ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন, যা আদালত গ্রহণ করে।

অভিযোগপত্র দাখিলের পর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং গত ১১ সেপ্টেম্বর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এই মামলায় মোট ২৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ২৫৮ জন এখনো পলাতক। গত ১৪ অক্টোবর পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন, মো. ইব্রাহীম খলিল বিপুল, মেহেদী হাসান আকাশ, কে এম রাশেদ, মেরিনা খাতুন মেরি, সুশান্ত ভৌমিক, নিজাম বারী, জাহাঙ্গীর আলম, শেখ আনিচুজ্জামান আনিচ, নূর উন নবী মণ্ডল দুলাল মাস্টার্স, ফেন্সী বেগম, রফিকুল ইসলাম, জিন্নাত সুলতানা ঝুমা, মেহেদী হাসান ঈশান ও জনি চন্দ্র সূত্রধরসহ আরও অনেকে।

এ ছাড়া মামলার উল্লেখযোগ্য পলাতক আসামিদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলম, জয় বাংলা ব্রিগেডের সদস্য কবিরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, এলাহী নেওয়াজ মাছুম, প্রফেসর তাহেরুজ্জামান, সাবেক এমপি সৈয়দ রুবিনা আক্তার, সাবেক এমপি পংকজ নাখ, লায়লা বানু, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, রিতু আক্তার, নুরুন্নবী নিবির ও সাবিনা বেগম প্রমুখ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!