দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ ও সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির ছয় কার্যকরী সদস্যকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (৯ নভেম্বর ২০২৫) কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বহিষ্কৃত নেতারা হলেন—গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহমদ তায়্যেবুর রহমান (হিরন), বিএনপি নেতা মাসুদ পারভেজ কাকন, পৌর বিএনপির সদস্যসচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ। দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সংগঠনের ভাবমূর্তি রক্ষায় কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে দলের অবস্থান কঠোর বলেও এতে উল্লেখ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

