গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি জলাশয় থেকে মিলন মিয়া (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফ জাহান (নয়াপাড়া) গ্রামসংলগ্ন একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিলন ওই গ্রামের দুলা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে এলাকার লোকজন জলাশয়ে মিলনের মরদেহ ভাসতে দেখে সাদুল্লাপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন রোববার রাত ৭টার দিকে মিলন বাড়ি থেকে বেরিয়ে যান। গভীর রাতেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে বাড়ির অদূরে জলাশয়ে মরদেহ ভাসছে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মিলনের বলে শনাক্ত করেন। পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়—তার মৃত্যু রহস্যজনক।
এদিকে, রহস্যজনক এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নানা গুঞ্জন চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতের পরিবার কিংবা পুলিশ কেউই মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ও ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

