AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিখোঁজের ২৫ দিন পর কোটচাঁদপুরের আলী আকবার বিজভীকে ঢাকা থেকে উদ্ধার



নিখোঁজের ২৫ দিন পর কোটচাঁদপুরের আলী আকবার বিজভীকে ঢাকা থেকে উদ্ধার

নিখোঁজ হওয়ার ২৫ দিন পর বাড়ি ফিরেছেন কোটচাঁদপুরের আলী আকবার বিজভী (১২)। ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে বুধবার রাতে তাকে পাওয়া যায় বলে জানিয়েছেন তাঁর পিতা জাহিদুল ইসলাম। তবে নিখোঁজ হওয়ার ও উদ্ধার হওয়ার প্রক্রিয়া নিয়ে সঠিক তথ্য জানা যায়নি।

জানা যায়, আলী আকবার কোটচাঁদপুরের কালিগঞ্জ গোহাটা এলাকার নুরানি মাদ্রাসার ছাত্র ছিলেন। পড়াশোনার কারণে রিজভী মূলত মাদ্রাসাতেই থাকতেন। গত ১১ সেপ্টেম্বর বিকেলে তিনি মাদ্রাসা থেকে বের হয়ে নিয়ামতপুর ভ্যানস্ট্যান্ডে যান। এরপর তিনি নিখোঁজ হন। কোনো ফল পাওয়া না গেলে তাঁর পিতা ১২ অক্টোবর ২০২৫ তারিখে কালিগঞ্জ থানায় জিডি করেন। জিডি নাম্বার ৬৮৫।

নিখোঁজের পর কালিগঞ্জ থানার পুলিশ ও স্বজনরা খোঁজ অব্যাহত রেখেছিলেন। ২৫ দিনের মধ্যে বুধবার দুপুরে হঠাৎ কল আসে রিজভীর পিতার মোবাইলে। ফোনে তাঁকে জানান রিজভীর সন্ধান পাওয়া গেছে। এরপর স্বজনরা দুপুরে বের হয়ে ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছে তাঁকে উদ্ধার করেন।

রিজভী কোটচাঁদপুরের বলুহর শেখ পাড়ার জাহিদুল ইসলামের ছেলে। এ বিষয়ে জাহিদুল ইসলাম জানান, নিখোঁজ হওয়ার পর ২৫ দিন খুবই কষ্টকর কেটেছে। বুধবার সন্ধান পাওয়া গেলেও মানসিক চাপ ছিল। অবশেষে তিনি কমলাপুর স্টেশন থেকে শরিফ উদ্দিন জিহাদি নামের এক মাদ্রাসার হুজুরের কাছ থেকে রিজভীকে হাতে পান। হুজুর ব্রাক্ষণবাড়িয়া জিহাদিয়া ইসলামিয়া ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।

তিনি আরও বলেন, রিজভী কালিগঞ্জ থেকে ব্রাক্ষণবাড়িয়ায় চলে যান এবং সেখানে এক মাদ্রাসায় অবস্থান করেন। এরপর হুজুর আমাদের মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করান। হুজুর আমাদের বলেন, ঢাকা কমলাপুর রেলস্টেশনে গিয়ে রিজভীকে পাওয়া যাবে। তবে রিজভী কীভাবে ওখানে পৌঁছাল এবং এতদিন কোথায় ছিলেন, সে সম্পর্কে এখনো সঠিক তথ্য দিতে পারছে না। বিষয়টি কালিগঞ্জ থানাকে জানানো হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “বাচ্চাটিকে তাঁর পরিবার উদ্ধার করেছেন এবং আমাদের অবহিত করেছেন। আমরা পরিবারের সদস্যদের থানায় এসে জিডিটি প্রত্যাহার করার পরামর্শ দিয়েছি।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!